Saturday, 9 November 2024

মেজর সিনহা হত্যা; চার্জশীটভুক্ত আসামী কনষ্টেবল সাগর কারাগারে

কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী কনষ্টেবল সাগর দেব’কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পন করে জামিন চান টেকনাফ থানার সাবেক এই কনষ্টেবল। কিন্তু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাগর দেবের পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট দীলিপ দাশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম জানান, টেকনাফ থানার সাবেক কনষ্টেবল সাগর মেজর হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী। এতদিন সে পলাতক ছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ ডিসেম্বর দীর্ঘ চার মাস আট দিন তদন্ত শেষে টেকনাফ থানার আলোচিত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে আসামি করে চার্জশীট দেয় র‌্যাবের তদন্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। চার্জশীটে সাগর দেব পলাতক বলে উল্লেখ্য করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাখেদ খান।
এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‌্যাবকে।

এরপর ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযোগে পুলিশের দায়ের মামলার ৩ জন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া একই অভিযোগে পরে গ্রেপ্তার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও।
মামলায় গ্রেপ্তারকৃত ১৪ আসামিদের র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় নতুন করে সাগর দেবকে আসামি করা হয়েছে। তিনি ওসি প্রদীপের বিশেষ সহকারীর মতো ছিলেন তার সকল কর্মক্ষেত্রে।

সর্বশেষ

চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কলাবাগান যুব সমাজ এর আয়োজনে শুক্রবার...

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে : আইন উপদেষ্টা

সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে...

ফ্রি ডেঙ্গু টেস্টের সুযোগ করে দিলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত

বন্দর নগরী চট্টগ্রামে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করানোর সুযোগ করে...

‘গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ...

সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ মানুষকে শান্তি দেয়নি:  জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত...

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি জাতীয়তাবাদী দল: মির্জা ফখরুল

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

আরও পড়ুন

চকরিয়ায় চোরদের গলায় ঝুলানো হলো পাঙ্গাস মাছ

কক্সবাজারের চকরিয়ায় চোরাই মাছসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চোরাই মাছগুলো তাদের গলায় ঝুলানো হয়। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার...

গাড়ী ভাংচুরের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করার অভিযোগে দয়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ...

ঈদগাঁওতে খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন মো. হেলাল উদ্দীন নামে এক যুবক। নিহত যুবক ইউনিয়নের ভূতিয়ার পাড়ার গুরা মিয়ার ছেলে।সোমবার সন্ধ্যায় তার মরদেহ...

চকরিয়ায় নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান ও জরিমানা 

সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় অভিযান পরিচালনা করা হয়।রবিবার (৩ নভেম্বর)...