Saturday, 14 September 2024

করোনা প্রতিরোধে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: সিভিল সার্জন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে ও সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রথম ও দ্বিতীয় ধাপ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইদানিং জনগণের মাঝে স্বাস্থ্য বিধি না মানার অভ্যাস গড়ে উঠার কারণে করোনার সংক্রমণ আবারও বেড়ে গেছে। আমরা সচেতন না হলে করোনার তৃতীয় ধাপ মোকাবেলা করা সম্ভব হবেনা।

তাই করোনা প্রতিরোধে এখন থেকে সকলের মাস্ক পরিধান নিশ্চিতসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমরা সকলে সচেতন হলে করোনা মোকাবিলা করা সম্ভব হবে।

আজ ২৩ জুন বুধবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র (ডিএসকে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত নগরীর নিম্ন আয়ের পরিবারের কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে-২ কেজি হুইল পাউডার, ৬টি লাইফবয় সাবান, ৬টি হুইল সাবান, ৬ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন ও ১টি সুফি ওয়াটার বোতল।

ডিএসকে’র ওয়াশ কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতের সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ডিএসকে’র কার্যক্রম উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রকল্প কর্মকর্তা মোঃ আবু তৈয়ব।

বক্তব্য রাখেন ডিএসকে’র পিও উজ্জ্বল শিকদার, দিলীপ নারায়ন দাস, টেকনিক্যাল অফিসার সুব্রত পাল ও কমিউনিটি মবিলাইজার মাহবুব-এ খোদা। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল ও ডিএসকেসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ও ডিএসকে’র ওয়াশ কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত বলেন, ওয়াশ প্রকল্পের আওতায় ওয়াটার এইডের আর্থিক সহায়তায় ডিএসকে’র কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমটি সমাজের সবধরণের মানুষের কাছে সাড়া ফেলেছে। আগামীতে আরও বড় পরিসরে এই ধরণের কার্যক্রম হাতে নেয়া হবে।

তিনি জানান, ইতোপূর্বে করোনা মোকাবিলায় ডিএসকে চট্টগ্রামে ৯৫১ জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা প্রদানের পাশাপাশি ৩৮ হাজার ৯৪২টি মাস্ক, ২৫ হাজার বোতল স্যানিটাইজার ও ৩ হাজার ৩’শ জোড়া গ্লাভস প্রদান করেছে।

সর্বশেষ

ঢাকায় পৌঁছেছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

মার্কিন ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ৫...

কক্সবাজারে ৬ ট্রলার ডুবে নিহত ২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজার উপকূলের কাছাকাছি ছয়টি মাছ...

আমিরাতে ক্ষমা পাওয়া আরোও ২৬ প্রবাসীর  দেশে ফিরেছেন

গত জুলাইয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের দায়ে...

কাল ঢাকা আসছে ডোনাল্ড লু’র নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের...

সনাতনীদের ৮ দফা আদায়ে চট্টগ্রামে সমাবেশে মানুষের ঢল

৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশব্যাপী মন্দির, হিন্দু...

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু

সৌদি আরবে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা কার্যক্রম...

আরও পড়ুন

ঢাকায় পৌঁছেছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

মার্কিন ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকা এসেছেন।শনিবার সকালে ঢাকায় আসেন তিনি। এ সময়...

কক্সবাজারে ৬ ট্রলার ডুবে নিহত ২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজার উপকূলের কাছাকাছি ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে । ট্রলারগুলোর বেশিরভাগ মাঝি-মাল্লা তীরে উঠতে পারলেও দুইজন জেলের মৃত্যু হয়েছে।...

সনাতনীদের ৮ দফা আদায়ে চট্টগ্রামে সমাবেশে মানুষের ঢল

৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশব্যাপী মন্দির, হিন্দু বাড়িঘরে হামলা, শিক্ষকদের জোর করে পদত্যাগ, খুলনায় উৎসব মন্ডলের উপর বিচারবর্হিভূত হামলা এবং আসন্ন শারদীয়...

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু

সৌদি আরবে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে...