মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে আবারো ৫ শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে দালালের মাধ্যমে সাগর পথে ভাসান চর থেকে তারা পালিয়ে এসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডুকে পড়ে।
রোহিঙ্গাদের বহন করা ট্রলার সাগরের কূলে ভিড়তে দেখে সাগর থেকে জেলেরা স্থানীয়দের ফোনে খবর দেয়। স্থানীয়রা ধাওয়া করলে দালালরা সুপার ডাইক সড়কে রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে দ্রুত ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা হলেন, মোহাম্মদ রফিক (২৫), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), রমজান আলী (১২), কাশ্মীন আকতার (৯), দেলোয়ার হোসেন (০৭), জেসমিন (৩), মো: রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯), আজিদা (১৮), শওকত আরা (১৯), মোঃ জোবায়ের (২)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় কক্সবাজার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে তারা দালালের মাধ্যমে ভাসানচর হতে পালিয়ে আসে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।