মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিভিন্ন সময়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে জব্দকৃত মাদক দ্রব্য ধংস করেছে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আজ ২১ জুন সোমবার সকাল ১০ টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের মাঠে এ সকল জব্দকৃত মাদক ধংসের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এ.এস.এম এমরান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত (মালখানা), বান্দরবান পার্বত্য জেলা।কোর্ট ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম,সি.এস.আই মোঃ গিয়াস উদ্দীন মিঞা (মাল খানা), মালখানা মুনসি মোঃ কামাল উদ্দীন ও আরিফুর রহমান।
বান্দরবান মালখানা সুত্রে যানানো হয় বিগত বিভিন্ন সময়ে মোট ১১টি মামলার আসামীদের কাছ থেকে এ সমস্থ মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছিল, সকল আইনী পক্রিয়া সম্পন্ন করে এক জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে এ সকল মাদক দ্রব্য ধংস করার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
মালখানা সুত্রের তথ্য মতে ধংসকৃত মাদক দ্রব্যের তালিকায় আছে বিদেশি মদ ৮ টি, দেশিয় ছোলাই মদ ২৬৩ লিঃ, ফেন্সিডিল ২ টি, বিদেশি বিয়ার ২২৫ টি। ধারনা করা হয়েছে ধংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মুল্য এক লক্ষ্য বাহাত্তর হাজার তিনশত টাকা।