চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষার আগেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।
একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং নালা-খালের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
বুধবার ২১ মে নগরের টাইগারপাসে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগসমূহের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন মেয়র। সভায় জলাবদ্ধতা, নালা-খালের বেষ্টনী ও স্ল্যাব নির্মাণ নিয়ে বিভিন্ন আলোচনা হয়।
সিটি মেয়র বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ম্যানহোলের ঢাকনা সুনিশ্চিত করতে হবে। লোহার ঢাকনা চুরি হওয়ার ঘটনা ঘটছে, তাই বিকল্প উপাদানে টেকসই ঢাকনা তৈরির পথ খুঁজতে হবে।” তিনি আরও বলেন, “যেসব নালা ও খালে র্যালিং নেই, সেগুলোতে দ্রুত র্যালিং স্থাপন করতে হবে, যাতে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।”
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বহদ্দারহাট, চকবাজার ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খননের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, “এই খালটির খনন কাজ শেষ হলে আশপাশের এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।”
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/