কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোজাখালী হাসিমার মার্কেট এলাকায় জমির বিরোধ নিয়ে সন্ত্রাসীর হামলায় মোহাম্মদ আরিফুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোহাম্মদ আরিফুল ইসলাম বাজার বাড়িতে যাওয়ার সময় ঘাতকের বাড়ির বরাবর আসলে ঘাতক সুমন আরিফকে ছুরিকাঘাত করে। এছাড়া নিহত আরিফের সাথে থাকা মোহাম্মদ খাইরুলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা ছুরিকাঘাতে গুরতুর আহত হওয়া আরিফুল ইসলাম ও মোহাম্মদ খাইরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করে।
এসময় মোহাম্মদ খাইরুলের অবস্থা গুরতুর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
স্থানীয়রা আরো জানান, জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। দীর্ঘদিন বিরোধের সুত্রে ধরে আজকে এ খুনের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরিফুল ইসলাম চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোজাখালি হাসিমার মার্কেট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
ঘাতক সুজন(৩২) একই এলাকার রাজু বৈদ্যর ছেলে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাস্থলে পুলিশসহ আমি উপস্থিত হয়ে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ও ঘাতকের মা আটক করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/