কক্সবাজারের ঈদগাঁওতে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা ‘র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এ এলাকায় বেশ কিছুদিন যাবৎ একটি বিলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে রাতে ইউএনও নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করে থানা পুলিশের হেফাজতে দেন।
স্থানীয়দের মতে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন এলাকার উর্বর জমি থেকে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে পরিবেশ ও কৃষি কাজের মারাত্মক ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন , এ ধরনের অভিযান চলমান থাকবে। কৃষি জমির সুরক্ষা নিশ্চিতে কাউকে ছাড় দেয়া হবে না।