বুধবার, ১৪ মে ২০২৫

আসছেন প্রধান উপদেষ্টা:  প্রস্তুত চট্টগ্রাম

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । তাঁকেই স্বাগত জানাতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

আজ বুধবার (১৪ মে) প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরটি বেশ গুরুপূর্ণ। সকালে চট্টগ্রাম বন্দর থেকে শুরু হবে তাঁর দিনব্যাপী কর্মসূচি।

চট্টগ্রাম বন্দর থেকে  দুপুরে আসবেন সার্কিট হাউজে৷ সেখান থেকে  কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা।

এরপর তিনি যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তাঁর শিক্ষকতা জীবন শুরু করেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি যাবেন  তাঁর পৈত্রিক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে।

এদিকে  প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে  বক্তা হিসেবে যোগদানের পাশাপাশি, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করবেন, যেখানে তিনি বিখ্যাত ক্ষুদ্রঋণ ধারণার জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

প্রধান উপদেষ্টার সফরসূচি অনুসারে সকালে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় যোগ দেবেন। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে বিদ্যমান বন্দর কার্যক্রম, কর্মক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনার পাশাপাশি বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ চলমান এবং প্রস্তাবিত মূল স্থাপনাগুলোর ওপর একটি মাল্টি-মিডিয়া উপস্থাপনা করা হবে।

বন্দর থেকে  দুপুরে সার্কিট হাউজে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওনা হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন। এতে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৫৬০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ২২ জনকে পিএইচডি ডিগ্রি (২০১৫-২০২৫) প্রদান করা হবে।

অধ্যাপক ড. মুহাম্মদ  ইউনূস অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারিদ্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একসময়ের নিবেদিতপ্রাণ শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করবে। ড. মুহাম্মদ ইউনূস একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

সমাবর্তন অনুষ্ঠান শেষে ড. মুহাম্মদ ইউনূস বিকালে তার পৈতৃক বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। বিকাল ৫টায় হাজি মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুর আলী বাড়ির উপডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত তার দাদা-দাদির কবর জিয়ারত করবেন। এর পাশের মাঠে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করবেন।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মঈনুল আনাম  বলেন, ‘আমরা সাত ভাই, দুই বোন। ভাইবোনদের মধ্যে তিনি (ড. ইউনূস) তৃতীয়। তিনি প্রতি ঈদে গ্রামের বাড়িতে আসতেন। পরিবার তথা গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বশেষ ২০২৩ সালে আমাদের বড় ভাই আবদুস সালাম মারা যান। তখন তিনি গ্রামের বাড়িতে এসেছেন। বর্তমানে পরিবারের লোকজন নগরীর পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, বুধবার বিকালে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ি সংলগ্ন দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশলাদি বিনিময়ের কথা রয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

চবি কর্তৃপক্ষ ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, উপাচার্যের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি প্রায় শেষ করেছি। সমাবর্তনে দেশের যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন হবে। কারণ এ জমকালো অনুষ্ঠানে যোগ দিতে প্রায় এক লাখ মানুষ ক্যাম্পাসে সমবেত হবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ‘অর্থনৈতিক হৃদপিণ্ড’ হিসেবে গড়ে তোলার তাগিদ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান...

কালুরঘাট দ্বিতীয় সেতু এখন স্বপ্ন নয় সত্যি, ভিত্তিপ্রস্তর স্থাপন আজ 

এক কোটি মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীতে কালুরঘাট সড়ক...

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন...

৫ম সমাবর্তন উপলক্ষে নতুন রূপে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের...

পটিয়ায় বিয়ের বাদ্যে হাসপাতালের রোগীদের ভোগান্তি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বিয়ের অনুষ্ঠানের কারণে...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ‘অর্থনৈতিক হৃদপিণ্ড’ হিসেবে গড়ে তোলার তাগিদ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড। এই হৃদপিণ্ড যদি দুর্বল থাকে, তাহলে রক্তসঞ্চালন বন্ধ হয়ে যাবে।...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার পর শাহ আমানত...

কালুরঘাট দ্বিতীয় সেতু এখন স্বপ্ন নয় সত্যি, ভিত্তিপ্রস্তর স্থাপন আজ 

এক কোটি মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীতে কালুরঘাট সড়ক কাম রেল সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।  তবে...

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই- নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের...