রাত গভীর হলে সব শব্দ থেমে যায়। কিন্তু বাঁশখালীর গণ্ডামারায় এক শ্বশুরবাড়ির নিঃশব্দ ঘরে ঘটলো এমন এক ঘটনা, যা পুরো এলাকাকে স্তম্ভিত করেছে। মাত্র ২৩ বছর বয়সী সাকি আক্তারকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ উঠেছে তাকে গলাটিপে হত্যা করেছেন স্বামী আজগর হোসাইন।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে, গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধের কাছে আনচার মেম্বারের বাড়ির পাশের ঘরে। স্থানীয়দের ভাষায়, এ যেন নিঃশব্দে ঘটেছে এক নির্মম ট্র্যাজেডি।
তিন বছর আগে সাকি আক্তার ও সিএনজি চালক আজগরের বিবাহ হয়েছিল। তাদের দেড় বছরের একটি শিশুকন্যাও রয়েছে। সংসারে অভাব ছিল, কিন্তু তা কি মৃত্যু ডেকে আনতে পারে? আজগর জীবিকা নির্বাহ করতেন সাগরে মাছ ধরে কিংবা দিনমজুরির কাজ করে—সবশেষে কিস্তিতে তোলা একটি সিএনজির চালক হিসেবে।
সাকি আক্তারের চাচা নুরুন্নবীর দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি ঠাণ্ডা মাথায় সাজানো একটি হত্যাকাণ্ড। “যৌতুকের জন্য আমার ভাতিজিকে অনেকবার নির্যাতন করা হয়েছে। এক মাস আগেই আজগরের ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে। এত করেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না।”
আরও চাঞ্চল্যকর তথ্য দেন নিহতের বাবা আবুল হোসেন। তিনি জানান, “আজগরের বড় ভাইও তার স্ত্রীকে হত্যা করেছিল। আমার মেয়েও সেই একই পরিণতি পেল। আমি এর বিচার চাই।”
ঘটনার পর আজগর সাকি আক্তারের নিথর দেহ নিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, কিন্তু সেখান থেকে চুপিসারে সরে পড়ে। কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদ সাকিকে মৃত ঘোষণা করেন। গলায় আঘাতের চিহ্ন তার মৃত্যুকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “মৃত্যুর কারণ সন্দেহজনক হওয়ায় মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
আর এইচ/