১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ৩৪ বছর পরেও চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মিত হয়নি। উপকূলীয় এলাকার বাসিন্দারা আজও ঝুঁকির মধ্যে জীবনযাপন করছেন।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াল ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় ১ কোটি মানুষ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও নিহত হন হাজার হাজার মানুষ। কিন্তু এত বছর পরও পুরোপুরি টেকসই বেড়িবাঁধের সুরক্ষা পায়নি এই এলাকার উপকূলবাসী।
সরেজমিনে দেখা গেছে, রায়পুর ইউনিয়নের গহিরা বাইঘ্যার ঘাট, পূর্বগহিরার ফকিরহাট ও দক্ষিণ সরেঙ্গা, জুঁইদণ্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে নাপিতখাল, মাতবরহাট থেকে শান্তিরহাট ও গোদারগোড়া, এবং রব্বাত মিয়ার বাড়ি থেকে মৌলভীবাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব বেড়িবাঁধে এখন মেরামত কাজ চলমান।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আনোয়ারার উপকূল রক্ষায় ৩৪৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে।
রায়পুর ইউনিয়নের বাসিন্দা কুরবান আলী (৬৮) বলেন, “৯১ সালের ঘূর্ণিঝড়ে পরিবারের দুই সদস্য হারিয়েছি। আজও ঝড়ের খবর শুনলে আতঙ্কে থাকি। এখনো বেড়িবাঁধের অনেক জায়গা অরক্ষিত। টেকসই বেড়িবাঁধ চাই।”
স্থানীয় আরেক বাসিন্দা রিয়াজ উদ্দিন বলেন, “আগে যে বেড়িবাঁধের কাজ হয়েছিল, সেখানে দুর্নীতির কারণে টেকসই হয়নি। এখন নতুন করে কাজ হচ্ছে, চাই সঠিক তদারকিতে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হোক।”
পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদ জানান, “আনোয়ারার উপকূলীয় এলাকায় নতুন প্রকল্পের আওতায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে উপকূলীয় অঞ্চল সুরক্ষিত হবে।”
আর এইচ/