সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

৫৫ তম শাহাদতবার্ষিকী পালিত

বিয়ের মেহেদীর রঙ ম্লান হওয়ার আগেই শহীদ হন ক্যাপ্টেন কাদের বীরউত্তম

রামগড় প্রতিনিধি

বিয়ের মেহেদির রঙ ম্লান হাওয়ার আগেই ১৯৭১ এর ২৭ এপ্রিল খাগড়াছড়ির  মহালছড়িতে পাক হানাদার ও তাদের সহযোগি মিজোদের সাথে প্রচন্ড সন্মুখ যুদ্ধে শহীদ হন তরুণ অকুতোভয়  বীর  মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া পাঁচ ভাইয়ের মধ্যে ক্যাপ্টেন কাদের ছাড়াও তাঁর ছোট ভাই আহসানুল কাদের মামুনও শহীদ হন  যুদ্ধে।

আজ (রবিবার)  রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ বীর শহীদের ৫৫তম শাহাদৎবার্ষিকী। এ উপলক্ষে রবিবার সকালে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যা নিকেতনের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে  শহীদের কবর জিয়ারত ও  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বিদ্যালয়ে এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদের স্মরণে খতমে কুরআন ও এতিম-দুস্থ শিশুদের ভোজের আযোজন করা হয়।

৭১ এর ৫ ফেব্রুয়ারি সরকারি কর্মস্থল পাকিস্তানের হায়াদ্রাবাদ থেকে ছুটিতে নিজ বাড়ি ঢাকায় এসেছিলেন ৪০ ফিল্ড রেজিমেন্টের অফিসার ক্যাপ্টেন কাদের। ১৯ ফেব্রুয়ারি   বিয়ে করেন তিনি। ২৫ মার্চের কালো রাতে  নিরস্ত্র বাঙালিদের নৃশংস হত্যাকান্ডের ঘটনায়  মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। ২ এপ্রিল সীমান্তবর্তী মহকুমা শহর রামগড়ে এসে স্থানীয় স্বাধীনতাকামী যুব ও তরুণদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেয়া শুরু করেন। রামগড় ও এর আশে পাশের এলাকায় বহু প্রতিরোধযুদ্ধে নেতৃত্ব দেন তিনি। ২৭ এপ্রিল সকাল ৯টার দিকে মহালছড়িতে অবস্থানকারি মুক্তিযোদ্ধরা শত্রু আক্রান্ত হন। পাক বাহিনী ও তাদের সহযোগি মিজোবাহিনীর শত্রুরা ছিল দলে ভারী। পাক সৈন্যদের একটি নিয়মিত কমান্ডো কম্পানি, আর ছিল দুই ব্রিগেডে ১৫০০ মিজো সৈন্য ছিল শত্রু পক্ষে। যা মুক্তিযোদ্ধাদের সংখ্যার চেয়ে ৩-৪ গুণ বেশি। এছাড়া বিমান থেকেও মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলাও চালায় পাকবাহিনী। তবুও অসীমসাহসিকতা নিয়ে বীর যোদ্ধারা লড়াই চালিয়ে যান। এ সময় ক্যাপ্টেন কাদের ছিলেন রাঙ্গামাটি রেকিতে। রেকী শেষে মেজর শওকতের প্ল্যান অনুযায়ি ক্যাপ্টেন কাদের যোগ দেন মহালছড়ির এ অসম তুমুল যুদ্ধে। প্রতিকূলতা সত্তে¡ও বীরযোদ্ধারা  অসিম সাহসে শত্রুদের  প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে  শত্রুরা প্রায় চারিদিক থেকে ঘিরে ফেলে  মুক্তিযোদ্ধাদের। প্রচন্ড যুদ্ধের এক এক মূহুর্তে শত্রুদের মেশিনগানের কয়েকটি গুলি এসে বিঁধে যুদ্ধরত অসীম সাহসি ক্যাপ্টেন কাদের এর বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তুমুল গুলি বৃষ্টির মধ্যে সহযোদ্ধা শওকত আলী ও ফজলুর রহমান ফারুক আহত কাদেরকে উদ্ধার করে  একটি জীপে করে রামগড়ে আনার পথে  মৃত্যুর কোলে ঢলে পড়েন এ বীর যোদ্ধা। শেষ বিকালে তাঁর মরদেহ রামগড় পৌঁছার পর কেন্দ্রিয় কবরস্তানে পূর্ণ সামরিক ও ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয় তাঁকে। ক্যাপ্টেন কাদের এর দুঃসাহসিক অবস্থান ও ভূমিকার কারণে মেজর শওকতের নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর কমপক্ষে ৫শ সদস্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে ঐদিন রক্ষা পেয়েছিল। ঐ ভয়াবহ যুদ্ধে মিজো ব্যাটালিয়নের ৪শ সৈন্য এবং পাকবাহিনীর কমান্ডো কোম্পানীর ৪০ জনের মত সৈনিক হতাহত হয়। মুক্তিযুদ্ধে অসাধারণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৪  সালে সরকার ক্যাপ্টেন আফতাবুল কাদেরকে মরণোত্তর ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতের আঁধারে সাড়ে ৫ লাখ টাকার গরু চুরি, হতভম্ব খামারি

সকালের ফজরের আজান বাজতেই ভেঙে পড়ল খামারি রফিকুল আজমের...

চট্টগ্রামে শুরু হলো অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...

সাংবাদিক নুরুল ইসলাম রিপন শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত...

শিশুর জন্য মানসম্পন্ন বিনোদন ও সাংস্কৃতিক চর্চার সুবিধা নিশ্চিত করবে চসিক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, শিশুর...

কর্ণফুলীতে আ.লীগের প্রচার সম্পাদক হাসমত আলী গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার...

চকরিয়ার সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডি থেকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য...

আরও পড়ুন

সাংবাদিক নুরুল ইসলাম রিপন শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক নুরুল ইসলাম রিপন।গত ২০ এপ্রিল চট্টগ্রাম...

কর্ণফুলীতে আ.লীগের প্রচার সম্পাদক হাসমত আলী গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী (৪৮) গ্রেপ্তার হয়েছেন।রবিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকায় এস আলম সুগার...

চকরিয়ার সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডি থেকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা...

পটিয়ায় বিক্রয় প্রতিনিধির টাকা ছিনতাই: উদ্ধার মোবাইল ও নগদ টাকা

পটিয়ায় বিক্রয়কর্মীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর...