হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের কাছে কুমারী কুল রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামের এক বাইক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ মোটরসাইকেল চালিয়ে বরযাত্রী নিয়ে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন। পথিমধ্যে, অপর একটি বাইক বেপরোয়া গতিতে চলতে থাকায় তাদের বাইকের সাথে সংঘর্ষ হয়। পরে সাজ্জাদের বাইকটি রং সাইডে গিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ নিহত হন এবং সাথে থাকা আরো দুই ব্যক্তি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, একই দিন সকালে সড়কে একটি অন্য দুর্ঘটনায় কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী (৪২) গুরুতর আহত হন।