চট্টগ্রামের রাউজানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ইটভাটা মালিক ফোরকান মেম্বার (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাউজান পৌরসভার জলিল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর রাতে ফোরকান মেম্বারকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
ফোরকান মেম্বার রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য। তিনি খুলাল পন্ডিতের বাড়ির নোয়া মিয়া সারাংয়ের ছেলে।
সূত্র জানায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় অবস্থিত ‘এবিএম কোয়ালিটি ব্রিকস ইন্ডাস্ট্রিজ’-এর মালিক ফোরকান মেম্বারের বিরুদ্ধে ২০২১ সালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ (১) এর টেবিলের ১২ ধারায় একটি মামলা দায়ের হয়। মামলায় তাকে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
তিনি জরিমানা পরিশোধ না করায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ বলেন, “র্যাব-৭ এর একটি দল সাজাপ্রাপ্ত আসামি ফোরকান মেম্বারকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। সোমবার (আজ) তাকে চট্টগ্রাম আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।”
আর এইচ/