আরবি শব্দ ‘জুমুআ’ অর্থ শুক্রবার এবং ‘বিদা’ অর্থ শেষ। মাহে রমজানের শেষ শুক্রবারকে বলা হয় জুমাতুল বিদা। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রমজান মাসের শেষ জুমা হিসেবে এটি বিশেষ মর্যাদার অধিকারী।
রমজান ও জুমার সম্মিলন দিনটিকে আরও মহিমান্বিত করে তুলেছে। এদিন মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ মোনাজাত করেন এবং রহমত, মাগফিরাত ও নাজাতের জন্য প্রার্থনা করেন। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দিনটিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করে। এছাড়া, দিনটি ‘আল-কুদস দিবস’ হিসেবেও পালন করা হয়, যখন মুসলমানরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সচেতনতা বৃদ্ধি করেন।
জুমার দিন সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে- ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি কর।’- (সূরা আল জুমুআহ: ৯)
জুমার দিন মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসে বলা হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন দোয়া করলে তা কবুল হয়। ধারণা করা হয়, এ মুহূর্তটি আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়।
জুমাতুল বিদার বিশেষত্ব
১. রমজানের শেষ জুমা হওয়ার কারণে এটি বিশেষ ফজিলতপূর্ণ।
২. পবিত্র জুমার দিন হওয়ার কারণে এটি স্বতন্ত্র মর্যাদাসম্পন্ন।
৩. রমজানের শেষ শুক্রবারে মুসলমানরা পবিত্র মসজিদ আল-আকসা প্রতিষ্ঠার স্মরণে ‘আল-কুদস দিবস’ পালন করেন।
৪. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিন সর্বোত্তম দিনগুলোর একটি, যেদিন আদি পিতা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে। -(মিশকাত)
জুমার দিনের সুন্নত আমল
১. ভালোভাবে গোসল করা।
২. পরিষ্কার পোশাক পরা।
৩. সুগন্ধি ব্যবহার করা।
৪. মসজিদে আগে গিয়ে বসা।
৫. ইমামের কাছাকাছি বসে খুতবা শোনা।
৬. বেশি বেশি দরুদ পাঠ করা।
৭. দুই খুতবার মাঝে নীরব থাকা।
৮. ফজরের পর থেকে বেশি বেশি ইস্তেগফার ও জিকির করা।
জুমার নামাজের গুরুত্ব
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে, আগে আগে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং কোনো অনর্থক কাজ করবে না, সে ব্যক্তি প্রতিটি কদমের বিনিময়ে এক বছর নামাজ ও রোজার সওয়াব লাভ করবে।’- (সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ)
জুমাতুল বিদা শুধু রমজানের শেষ শুক্রবার নয়, এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। মুসলমানদের উচিত এদিন বেশি বেশি ইবাদত করা, গরিব-দুঃখীদের সহায়তা করা এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য দোয়া করা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ দিনের সঠিক মর্যাদা বোঝার এবং যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।
আর এইচ/