অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরীর বায়েজিদে “বগুড়ার মিষ্টি দই” নামক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় অবস্থিত এ কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অনুমোদন ছাড়াই দই উৎপাদন করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করছে।
ফলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দই তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া, কারখানার মালিককে বিএসটিআই অনুমোদন না পাওয়া পর্যন্ত দই উৎপাদন বন্ধ রাখার লিখিত অঙ্গীকারনামা দিতে বাধ্য করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/