বন্ধ করা যাচ্ছে না বান্দরবানে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটা গুলো। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযান-জরিমানার পরদিন আবারো চালু করা হয় অবৈধ ইটভাটা গুলো। বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা গুলুকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।জরিমানা আদায়ের অল্প দিন যেতেনাযেতেই পূনরায় কার্যক্রম পরিচালনা করে এসব ইটভাটা।
আইনি ফাঁকফোকরের কারনে ইটভাটারর মালিকদের নির্মিত চুল্লী / স্থাপনা গুলো ভেঙ্গে দেয়াও সম্ভব হচ্ছে না। এভাবেই আইনি জটিলতায় নিজেদের সীমাবদ্ধতার কথা গুলো বলছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের ৩ মাসে অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় সহ বিভিন্ন মেয়াদে ভাটা মালিকদের সাজা প্রদান করা হয়েছে।আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এরই ধারাবাহিকতায় বুধবার (৫ই মার্চ) উপজেলার ঘুমধুম ইউনিয়নে এএসএফ নামে একটি ইটভাটাকে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়, যৌথ উদ্যোগে মোবাইল কোর্টটি পরিচালনা করে। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম। অভিযানের বিষয়ে তিনি জানান, ১ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা, স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়েছে। এসময় নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।