বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ, সকল প্রাণের হিতৈষী,অন্তর্যামী, দয়ার সাগর পাড়ের কান্ডারী, নানান অলৌকিক ক্ষমতার অধিকারী, মানবীয় গুণের আধার পরম আরাধ্য শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান এর দরবারে মানবতার সুমহান পথ নির্দেশক মহান ছোট “বাবাজান’” এর আদেশে দরবার/ খানকাশরীফ এ উপস্থিত ভক্তবৃন্দগণ
এক শোক বিবৃতিতে বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে-দেশ একজন অসাম্প্রদায়িক উদারমনা নিরহংকারী জাতীয় পর্যায়ের রাজনীতিবিদকে হারালো।
আবদুল্লাহ আল নোমানের মত এই দেশের সকল ধর্মের-বর্ণের লোকদের ভালোবাসার চাদরে ঢেকে রাখার মত রাজনীতিবিদ বর্তমান সময়ে খুবই কম। আবদুল্লাহ আল নোমান মানবীয় গুনের অধিকারী একজন রাজনীতিবিদ ছিলেন। যা বর্তমান বৈরী সময়ে খুবই প্রয়োজন।
গত ২৭ ফেব্রুয়ারি উনার উদ্দেশ্যে ভক্তবৃন্দরা সওয়াব বখশিস / পুন্যদান করে মরহুমের আত্নার মাগফেরাত- শান্তি কামনা করা হয়।
দরবারের ভক্তবৃন্দ- শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর পর আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ, সকল প্রাণের হিতৈষী,অন্তর্যামী, দয়ার সাগর, পরম আরাধ্য শ্রদ্ধেয় মহান অচিন “বাবাজান” এর নন্দীরহাটস্থ দরবারে ভক্তবৃন্দের পক্ষ থেকে শোক ব্যানার লাগানো হয়।
চট্টগ্রাম নিউজ/ এসডি/