সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদের দেখা মিলেছে। ফলে শনিবার (১ মার্চ) থেকে দেশ দুটিতে পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হচ্ছে।
সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘ জমতে শুরু করায় সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে। অন্যদিকে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিষ্কার ছিল। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশের অন্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত থাকে। এরপর ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখতে পাওয়ার খবর দেয়।
এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। রমজানের চাঁদ দেখা যায় আফ্রিকার দেশ তানজানিয়া ও ইথিওপিয়ায়। সে সঙ্গে শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে ফ্রান্সও।
তবে এশিয়ার দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটিতে পবিত্র রমজান শুরু হবে ২ মার্চ থেকে। এছাড়া ফিলিপাইনও জানিয়েছে তাদের দেশে আজ রাতে চাঁদ দেখা যায়নি।