মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট

বছরের প্রথম দিন বন্দরনগরী চট্টগ্রাম এবং প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বছরের প্রথম দিনে প্রাথমিকের  প্রথম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়।

তবে সব বই না পেলেও যে কটি বই পেয়েছে তাতেই খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে কেউ পেয়েছে একটি, কেউবা পেয়েছে দুটি বই। এতেই খুশি তারা।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা। ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই বিতরণ করা হবে। আর ১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই বিতরণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

এছাড়া আনুষ্ঠানিকতা ছাড়া মাধ্যমিকের কয়েকটি শ্রেণির বই সরবরাহ করা হয়েছে চট্টগ্রামের স্কুলগুলোতে। মাধ্যমিকের দুই থানা শিক্ষা অফিসের আওতাধীন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৭টি বই সরবরাহ করা হয়েছে স্কুলগুলোতে। বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জানুয়ারি শুরু হবে। এরপর থেকে বিনামূল্যের পাঠ্যবই ধীরে ধীরে সরবরাহ করা হবে।

নগরের কোতোয়ালী ও পাঁচলাইশ থানা শিক্ষা অফিসের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সাতটি বই পাচ্ছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বাংলা, ইংরেজি ও গণিত বই দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, চট্টগ্রামের ৬ থানা শিক্ষা অফিস ও সব উপজেলা মিলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪ হাজার ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১০ লাখ ৪ হাজার ৬৩২ জন। আর এবার নতুন বইয়ের চাহিদা ৪৪ লাখ ১৮ হাজার ১৮৭ কপি। এর মধ্যে বছরের প্রথম দিনই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সব বই পৌঁছে দেওয়া হয়েছে। যদিও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কমপক্ষে বাংলা, ইংরেজি ও গণিত বই দেওয়ার পরিকল্পনা থাকলেও বই না আসায় শেষ পর্যন্ত তা হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান জানান, প্রথমদিন ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীরা বই পাচ্ছে। সব বই না পেলেও প্রথমদিনে একটি বই হলেও পাবে। আশা করছি, ৫ জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কনকনে শীতে’র মাঝে নগরীর বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়  স্কুল প্রাঙ্গনে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। বই পেয়ে সহপাঠীদের সঙ্গে নিয়ে কেউ মাঠে আবার কেউ স্কুলের বারান্দায় বসে নতুন বইয়ের মলাট উল্টিয়ে দেখছে।

কাছে গিয়ে জিজ্ঞেস করতেই স্কুল শিক্ষার্থী রানিয়া মাহমুদ বললো, নতুন বই পেয়ে আমার খুব খুশি লাগছে। এখানে দেখছি। বাসায় গিয়ে আবারও দেখবো। আমার কাছে অনেক আনন্দ লাগছে, খুব ভালো লাগছে।

একই বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী এনায়েত উল্লাহ বললো, নতুন ক্লাসে উঠেছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বাসায় গিয়ে পড়বো।

আজিজ বিনতে আফরা নামের ২য় শ্রেণির আরেক শিক্ষার্থী জানায় তার অনুভূতি, নতুন বছর, নতুন বই। খুব আনন্দ লাগছে।

আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আধরা  দাশ জানান, নতুন দিন নতুন বই। আজকের দিনটির জন্য অপেক্ষা করছিলাম। বই পেয়ে খুব খুশি লাগছে। বাসায় গিয়ে বাঁধাই করবো।

এএ/চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিএমপি’তে ডিসি-এডিসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।...

মিরসরাইয়ে ডোবায় ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

মিরসরাইয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫)...

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন...

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা নিহতের ঘটনায় মামলা ; গ্রেফতার ৪

মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির...

অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতেও...

চকরিয়া পৌর বিএনপির ১১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির অনুমোদন 

কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির আওতাধীন ১১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির...

আরও পড়ুন

সিএমপি’তে ডিসি-এডিসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। দুই অতিরিক্ত উপ পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে এবং নতুন করে তিন জন উপ...

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা নিহতের ঘটনায় মামলা ; গ্রেফতার ৪

মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে শিল্প ও বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় মামলা...

অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতেও সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে...

আনোয়ারায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম গ্রেপ্তার

আনোয়ারা উপজেলার ৫ নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম(৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা বরুমছড়া গ্রামের নিজ বাড়ি থেকে...