গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

বৃষ্টি নামলে আতঙ্কে ভোগেন চান্দগাঁও আবাসিকের মানুষ

চট্টগ্রাম নগরীর অন্যতম আবাসিক চান্দগাঁও বি ব্লকে বছরের পর বছর ধরে জলাবদ্ধতা সমস্যা চলে আসছে। সামান্য বৃষ্টি হলেই পুরো আবাসিকে পানি জমে যায়। পানি ঢুকে পড়ে আবাসিকের বিভিন্ন ভবনের নিচ তলায়। এ কারণে বৃষ্টি নামলে আতঙ্কে ভোগেন আবাসিকের মানুষ। চলতি বর্ষা মওসুমে একাধিকবার ডুবেছে আবাসিকের জনপদ। ডুবে যাচ্ছে দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানও।

পুরো নালাটি ২০ ফুট প্রস্থের। কিন্তু শেষ প্রান্তে কিছু এলাকায় প্রস্থ মাত্র তিন থেকে ৫ ফুট। এ কারণে বৃষ্টির পানি যথাসময়ে সময়ে বের হতে না পেরে পুরো এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বরাদ্দকৃত চান্দগাঁও আবাসিক একটি অভিজাত মডেল এলাকা। এ আবাসিকের প্লটের সংখ্যা ৫৭৬টি। এর মধ্যে ৯৮ শতাংশ প্লটে বাড়ি নির্মাণ হয়েছে। লোকসংখ্যা প্রায় ৩০ হাজার। এ আবাসিকে ছোট বড় প্রায় ৫৫টির মতো নালা রয়েছে।

মূলত অবাসিকের মধ্যবর্তী একটি বড় নালা দিয়ে অন্যান্য ছোট নালার পানি প্রবাহিত হয়। প্রায় ২০ ফুট প্রস্থের এ বড় নালার পানি পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন পাঠানিয়াগোদা এলাকায় একটি খালের সাথে সংযুক্ত হয়েছে। বড় নালাটির উৎসমুখ ও মধ্যবর্তী পুরো এলাকা ২০ ফুট প্রস্থের। কিন্তু পানি বের হওয়ার মুখে রয়েছে মাত্র ৩ ফুট থেকে ৫ ফুট। এ রকম সরু রয়েছে প্রায় ১৫০ ফুট। এতে বৃষ্টির পানি বের হওযার সময় বাধার মুখে পড়ে। সৃষ্টি হয় জলাবদ্ধতা।

জলাবদ্ধতা সমস্যা প্রতিকার চেয়ে গত ২৫ মে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষ থেকে সিডিএ’কে একটি চিঠি দেন সভাপতি এডভোকেট জিয়াউদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল। কিন্তু এখনো পর্যন্ত সিডিএ’র কোন দেখা পায়নি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল বলেন, ‘চান্দগাঁও আবাসিক এ ও বি ব্লক, চন্দ্রিমা আবাসিকসহ আশেপাশের এলাকার পানি বি ব্লকের ১২ ও ১৩ নং রোডের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত বড় নালায় গিয়ে পড়ে।

এ নালার মাধ্যমে বিশাল এলাকার পানি প্রবাহিত হয়। এটির প্রস্থ ২০ ফুট। কিন্তু নালার শেষ প্রান্তে একেবারেই সরু, ৩ ফুট থেকে ৫ ফুট। এ কারণে বৃষ্টির পানি দ্রুত নিচে নামতে পারে না। দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে সিডিএ চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। একই সাথে চান্দগাঁও আবাসিকের গুরুত্বপূর্ণ নালাটি সিডিএ’র মেগা প্রকল্পের আওতায় নতুন করে নির্মাণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যথা আবাসিকের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে না বলেও উল্লেখ করা হয়েছে। তাই জরুরি ভিত্তিতে নালার শেষ প্রান্তে ১৫০ ফুট দৈর্ঘ্যরে প্রস্থ ৩ থেকে ৫ ফুটের স্থলে ২০ ফুট বাড়াতে প্রস্তাব করা হয়েছে। কাজ শুরু করার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

চট্টগ্রাম পেশাজীবী পরিষদের ৭ প্রস্তাব

বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয় সংস্কার কমিশন’ গঠনসহ ৭ প্রস্তাব রেখেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম।শনিবার (৭ সেপ্টেম্বর ) নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন...

আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার...

বিতর্ক সৃষ্টি হয় এরূপ কোন কর্মে হাত দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে সংস্কারের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা রাষ্ট্রকাঠামোতে মানুষের সেই...

গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা

গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে প্রাথমিক পরিদর্শন করেছেন সরকারের তিন উপদেষ্টা।শনিবার গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ডাক,...