আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন এবং জাতীয় নির্বাহী পরিষদের সদস্যপদে ৬১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন। নির্বাচন কমিশনের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ড. ওয়ারেসুল করিম। মঙ্গলবার এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন নেতা। তারা হলেন: প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার (বর্তমান আহ্বায়ক), এএফএম সোলায়মান চৌধুরী (সাবেক আহ্বায়ক), লে. কর্নেল (অব.) দিদারুল আলম (বর্তমান যুগ্ম আহ্বায়ক), মজিবুর রহমান মঞ্জু (বর্তমান সদস্য সচিব) এবং ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (যুগ্ম সদস্য সচিব)।
এছাড়া, জাতীয় নির্বাহী পরিষদের ২১ সদস্যপদের জন্য ৬১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একজন প্রার্থীর বিষয়ে আপত্তি উত্থাপিত হলে কমিশন যাচাই-বাছাই ও শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর ছিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ, ১১ ডিসেম্বর ছিল আপত্তি দাখিলের শেষ দিন এবং আগামী ১২ ডিসেম্বর আপত্তি শুনানি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।
এবি পার্টির নেতা-কর্মীরা ইতোমধ্যেই জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন। উৎসবমুখর পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে তাদের প্রত্যাশা।