ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ইন্ধনে ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন আর এখনো ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন।
আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে।
তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিকদল ও বিএনপি নেতাকমীর্দের সজাগ থাকার আহ্বান জানান।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সাঈদ আল নোমান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, শাহনেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, সহ-সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, ওয়াসা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ জামাল প্রমুখ।