সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

আইনজীবী আলিফ হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন, মানববন্ধনে বক্তারা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী মুহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যা কান্ডের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ নভেসম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের নেতা মঈন উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম মোঃ আওরঙ্গজেব খান সম্রাটের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারের সভাপতি এড. মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ’র বোর্ড সদস্য সাংবাদিক জাহিদুল করিম কচি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের পিস অ্যাম্বেসেডর ও বাংলাদেশের সমন্বয়কারী লায়ন মোঃ ইলিয়াস সিরাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার নেতা আমির হোসেন খান, এড. আবু বক্কর তালুকদার, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমীন, সাংবাদিক ও সদস্য সচিব এস.এম. কামরুল ইসলাম, নবুয়াত আরা ছিদ্দিকা, মোঃ তৌহিদুল করিম, মোঃ আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার মোঃ তৈয়ব, মহানগর সমন্বয়কারী মোঃ নুরুল আফসার তৌহিদ, ফেনী জেলার সভাপতি মোঃ নুরুন্নবী মিয়া, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব চৌধুরী, প্রফেসর মোঃ আবু হানিফ, মোঃ নুর নবী, এড. ফরিদুল আলম, মুজিবুর রহমান রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি এড. নাজিম উদ্দিন বলেন, ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আইনজীবী মুহাম্মদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকান্ড। তাই অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রধান বক্তার বক্তব্য সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, আলিফ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক সমাজ এ হত্যাকান্ডের সম্পূর্ণ কার্যক্রম গণমাধ্যমে প্রকাশ করার আহ্বান জানান।

প্রধান আলোচকের বক্তব্যে লায়ন মোঃ ইলিয়াস সিরাজী বলেন, বাংলাদেশে পরিপূর্ণ মানবাধিকার সুরক্ষায় আই এইচআরসি জেনেভা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ সংগঠন সবসময় নজরদারী রাখে মানবাধিকার রক্ষায়। কোন হত্যাকান্ড এ সংগঠন মেনে নেয় না। মানবাধিকার নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, আলিফ হত্যাকান্ডের মাধ্যমে যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পরিবেশ থেকে দূরে রাখতে চাচ্চে তারা জনগণ ও দেশের শত্রু। তাই এদের চিহ্নিত করে মোকাবেলার জন্য অন্তবর্তীকালীন সরকার সহ-প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে মঈনুদ্দীন আহমেদ বলেন, সবধর্মের মানুষ মিলে মিশে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখবে এটাই আমাদের বিশ্বাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক বাবলু বড়ুয়া, গাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ ইমতিয়াজ নঈম আরমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা সভাপতি জসিম উদ্দিন নীরব, যুগ্ম সম্পাদক মোঃ জাহেদ, কফিল উদ্দিন চৌধুরী, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, রবিউল ইসলাম সম্রাট, মোঃ দিদারুল আলম, চট্টগ্রাম মহানগরের ডা. জামাল উদ্দিন, আবু আহমদ মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার এড. নাজিম উদ্দিন, জহির উদ্দিন ভূইয়া, ফারজানা আক্তার, এমদাত হোসেন সোহেল, মাহমুদ উল্লাহ, মোঃ ফারুক, জোহরা খাতুন, মানবাদিকার নেত্রী মুক্তি শেখ, রেশমী আক্তার, মোঃ খোরশেদুল আলম, এড. নাজমুল কালাম শরীফ, জোবায়ের হোসেন, মানবাধিকার ও নারী নেত্রী শারমীন সরকার, ফারজানা আক্তার, মনি আক্তার, নাজমা বেগম, রোকেয়া বেগম, সানজিদা ইসলাম শান্তা, জুই আক্তার, শেফালী শেফা, মিনারা বেগম, শাহীনুর আক্তার মুন্নি, সুমী আক্তার, সাজু ইসলাম মিলি প্রমুখ।

সর্বশেষ

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্রপন্থীদের হামলা-ভাঙচুর

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত...

চট্টগ্রামে আর ভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত...

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক- ৫ 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৫ জনকে আসামীকে আটক...

কর্ণফুলীতে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অপপ্রচারে হুমকি, থানায় জিডি

কর্ণফুলীতে মো. নুরুল আলী (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে...

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য সেলিমসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীর জুলধা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই...

আরও পড়ুন

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উদযাপন

 আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন"র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক বর্ষপূর্তি অনুষ্ঠান...

চট্টগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

চট্টগ্রাম প্রেস ক্লাবের কমিটি ভেঙে জেলা প্রশাসক কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।...

হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল 

চন্দনাইশ উপজেলার আব্দুল হাফেজ -মাজেদা বেগম হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ২২তম বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার...

আইনজীবী হত্যায় ইসকন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার...