মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আয়কর দিবস আজ, উদযাপনে নেই কোনো আনুষ্ঠানিকতা

অনলাইন ডেস্ক

জনগণকে কর দিতে উৎসাহিত করতে প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (শনিবার) সেই তারিখ হলেও জাতীয় আয়কর দিবস উদযাপিত হচ্ছে না। যদিও অফিসিয়ালভাবে ওই দিবস বাতিল বা পরিবর্তন করা হয়নি।

তবে এবারে ভিন্ন কোনো দিনকে জাতীয় আয়কর দিবস ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল এনবিআর, সেটাও নির্ধারণ করা হয়নি। ফলে আয়কর দিবস নিয়ে কর অফিস কিংবা সাধারণ জনগণ অন্ধকারেই আছেন।

আজকের আয়কর দিবস দিয়ে জানতে চাইলে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই। অফিসালভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের কর বিভাগের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ৩০ নভেম্বর এতোদিন আয়কর হিসেবে উদযাপিত হলেও এ বছর থেকে আর পালিত হচ্ছে না। বিগত সরকারের সময়ের অনেক জাতীয় দিবস যেমন পরিবর্তন করা হচ্ছে, এক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। কিছুদিনের মধ্যে নতুন আয়কর দিবস ঘোষণা করা হবে।

এর আগে ৪ নভেম্বর এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনকে আয়কর দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। তবে ওই দিন কর অফিসগুলো যথেষ্ট ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়। সে কারণে আমরা ভাবছি ভিন্ন কোনো দিন জাতীয়ভাবে আয়কর দিবস হলে উদযাপন ও উৎসবের আমেজ বৃদ্ধি পাবে।

২০১৬ সাল থেকে ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে, এর আগে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হতো। অর্থাৎ গত ১৬ বছর থেকে রিটার্ন দাখিলের শেষ দিন জাতীয় আয়কর দিবস উদযাপিত আসছে। ২০০৮ সাল থেকে প্রথম আয়কর দিবস পালন করা হয়। ওই বছর থেকে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হতো।

এরপর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এদিন ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন। যদিও চলতি বছরে এরই রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

আয়কর নির্দেশিকা ২০২৩-২৪ অনুযায়ী ৪৪ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করে এনবিআর। যে কারণে রিটার্ন দাখিলের বিকল্প নেই ই-টিআইএন ধারীদের। তা না হলে পড়তে হবে নানা জটিলতায়।

দেশে বর্তমানে ১ কোটি ১০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন, যার মধ্যে মাত্র ৫ লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৫ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলে জানা গেছে।

সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে চার লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লাখ টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

এ ছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। শুধু রিটার্ন দাখিল করলেই হবে না, বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সদরঘাটে বাথরুমের নিচে চাপা অস্ত্র! চুরি হওয়া পিস্তল উদ্ধার, ৩ চিহ্নিত আসামি ধরা

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন বাংলাবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের...

চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট সমস্যা : উপদেষ্টা ফাওজুল কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সেতু, সড়ক, পরিবহন মন্ত্রণালয়ের...

আকবরশাহে মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইনের বিহারী কলোনী...

আম গাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে আম গাছ থেকে পড়ে মো....

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়অস্ত্রসহ মো.ইমরান হোসেন...

চকরিয়ায় বিদ্যুতের তারে আটকে প্রাণ গেল চোরের

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে এক...

আরও পড়ুন

চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান...

৮০ কোটি ডলারে এপিএম টার্মিনালসের ‘গ্রিন পোর্ট’ পরিকল্পনা

চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল প্রকল্পে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বখ্যাত বন্দর অপারেটর এপিএম টার্মিনালস।বৃহস্পতিবার (৮...

একনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়সম্বলিত নয়টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি...

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম পুনরায় চালু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়নে স্থাপিত রপ্তানীমুখী কন্টেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে। আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এই উদ্যোগ আন্তর্জাতিক...