সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন এবং রাতে মিছিল করার পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা, যাদের মধ্যে আব্দুর রহিম (৩২), মোহাম্মদ আবু হেনা (৪২), মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), শহীদ উদ্দিন খান (৪৮) এবং মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।
পুলিশ জানিয়েছে, আজ তাদের আদালতে হাজির করা হবে।