চন্দনাইশ কাঞ্চননগরে মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২২ নভেম্বর ) উপজেলার মুরাদাবাদ মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক সভা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মাদ্রাসার উপ পরিচালক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, মাদ্রাসার পরিচালক হাফেজ তাহের আজিজি। এতে বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, আব্দুল মন্নান ওসমানী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও. আমিনুল হক, মাও. এমদাদুল্লাহ, মাও. হাফেজ মহিবুল্লাহ।
সভায় প্রধান অতিথি কোরআন সুন্নাহর আলোকে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সুন্নতকে অনুসরণ করে চললে কখনও পথভ্রষ্ট হবে না।
দীর্ঘদিন পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এর সুফল এখন সবাই ভোগ করতেছে। তাই সবাইকে হিংসা- প্রতিহিংসা , বিদ্বেষ, অহংকার এড়িয়ে সৎভাবে জীবন পরিচালনা করে দেশকে এগিয়ে নেওয়ার আহবানও জানান তিনি।