চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে । আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বাকলিয়া এলাকায় চসিক এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে মিয়াখান নগরে নিয়ামাহ ফুড এন্ড কনফেকশানারী, কালামিয়া বাজার সুইটস্ হাঙ্গার ফুড ও টেরী বাজার মামুনা রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ নোংরা পরিবেশ খাদ্য প্রস্তুত, রাসায়নিক দ্রব্য ব্যবহার সহ মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রয় দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
উল্লেখ্য নিয়ামাহ ফুড এন্ড কনফেকশানারীকে ৩০ হাজার, সুইটস হাঙ্গার ফুডকে ১৫ হাজার এবং মামুনা রেষ্টুরে› কে ১০ হাজার টাকা। এছাড়াও টেরি বাজার আফিম গলিতে নালার উপর থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।