সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে প্রস্তুতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পান্না বলেন, “আমি সবসময় নিপীড়িতের পক্ষে। সে যেই হোক না কেন। যদি সুযোগ পাই, শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে কিংবা যেকোনো জায়গায় লড়াই করব।”
গণমামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে জেড আই খান পান্না বলেন, “আগে ছিল গণ-গ্রেপ্তার, এখন চলছে গণ-মামলা। একই ধরনের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি।” তিনি উল্লেখ করেন, “গণ-মামলার ভিক্টিম আমিও ছিলাম। তবে এখন যা হচ্ছে, তা অকল্পনীয়।”
আসন্ন নির্বাচন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন জেড আই খান পান্না। তিনি বলেন, “ড. ইউনুস হয়তো বুঝতে পারছেন যে সংশোধনের সময় তার জন্য নেই। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”
পান্নার মতে, “সংস্কারের দায়িত্ব সরকারের নয়। তবে সুষ্ঠু নির্বাচনের দায় এড়ানোও যাবে না।”