চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রের মোঃ মজিব (৪২) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ট্রাক উদ্ধার করা হয়।
গত ৮ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল মজিদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৬নং ওয়ার্ডের ছোট কুলার পাড়ার উলাইয়ার বাপের বাড়ির মৃত ওসমান গণির পুত্র। সে বর্তমানে শাহ আমানত সেতু সংযোগ সড়কের মীর ফিলিং ষ্টেশনের বিপরীতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আফতাব উদ্দিন।
এসময় তাকে জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে যে তার কাছে একটি চোরাই ট্রাক রয়েছে। তার স্বীরোক্তি মোতাবেক একটি চোরাই মিনি ট্রাক (চট্টমেট্টো-ড-১১-৩৬৭৬) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মামলার বাদী মোঃ মহি উদ্দীন (৪৪) এর ব্যবসায়ীক পার্টনার মোঃ আবুল বশর (৬৫) সহ যৌথভাবে একটি মিনি ট্রাক (চট্টমেট্টো-ড-১১-৩৬৭৬) কিস্তিতে ক্রয় করেন। গাড়িটি আসামী মোঃ মজিব (৪২) দৈনিক চুক্তিতে ভাড়ায় চালাতো।
গত ২৭ অক্টোবর বিকাল ৩টার দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার নুর নগর হাউজিং সোসাটির মাঠ সংলগ্ন গ্যারেজের সামনে থেকে আসামী মোঃ মজিব অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় চুরি করে নিয়ে যায় বলে থানার এজাহারের উল্লেখ করেন বাদী।
মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোহাম্মদ আব্দুল মজিদকে গ্রেফতার করে।