নগরীর কাপ্তাই রাস্তা মাথা এলাকায় পিলারবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে।তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ‘ষোলশহর ও জান আলী হাট স্টেশনের মাঝামাঝি জায়গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নালা-খালের কাজ চলছিল। আজ দুপুরে পিলারবাহী একটি ট্রলি ওই এলাকায় পিছন দিকে ঘুরানোর সময় রেল লাইনে উঠে যায়। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চলে আসলে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ২৭ মিনিট পর ক্ষতিগ্রস্ত ইঞ্জিনসহ ট্রেনটি দোহাজারীর উদ্দেশে রওনা হয়েছে। দোহাজারী স্টেশনে আরেকটি লোকোমোটিভ ইঞ্জিন পাহাড়তলী ইয়ার্ড থেকে রওয়ানা দিয়েছে। দোহাজারী স্টেশনে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি পরিবর্তন করে চট্টগ্রামে নিয়ে আসা হবে।