Friday, 1 November 2024

কর্ণফুলীতে চলাচলের রাস্তা বন্ধ করায় তুলকালাম কাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসিল্যাণ্ড-সেনা-পুলিশ

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

কর্ণফুলী উপজেলায় নদীপাড়ের একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রান্তিক গ্রুপ নামে একটি শিপ বিল্ডিং এন্ড রিপেয়ার কোম্পানির বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে এলাকার শত শত লোকজন। তাঁদেরকে প্রায় দেড় কিলোমিটার ঘুরে নদীপাড়ে আসা–যাওয়া করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। 

ঘটনাটি ঘটেছে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৯ নম্বর ওয়ার্ড মুইন্না গোষ্ঠির এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রয়া ত্রিপুরা ও সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মাহমুদুল হক সুমন।

ঘটনা সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে কর্ণফুলীর ইছানগর গ্রামে লোহার গেইট বসিয়ে চলাচল রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রান্তিক গ্রুপ নামের কোম্পানিটি। যদিও অভিযোগটি অস্বীকার করেন তাঁরা।

তবে স্থানীয় লোকজন জানান, অতীতে যুগ যুগ ধরে এ রাস্তা দিয়ে নদী পাড়ে লোকজন আসা যাওয়া করতো। ছিলো ছোট খাল ও চলাচলের রাস্তা। যে খাল দিয়ে মাঝিরা সাম্পান নিয়ে সওদা করে মালামাল ও লোকজন পার হতেন। কিন্তু গত কয়েক বছর ধরে কোম্পানীটি এ রাস্তা বন্ধ করে দখল চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এতে এলাকায় চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশন ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্যকে হুমকি ও ডেঙ্গু মশার উপদ্রব বাড়াচ্ছে বলেও জনশ্রুতি রয়েছে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ নিয়ে স্থানীয় কিছু সচেতন ছাত্র জনতার সাথে তর্ক বিতর্কে জড়ান কোম্পানির লোকজন।

এমন খবরে একই দিন বিকেলে বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে এসে সমাধানের চেষ্টা করেন সহকারি কমিশনার ভূমি (এসিল্যাণ্ড) রয়া ত্রিপুরা ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) উজ্জ্বল কান্তি দাশ। এছাড়াও সেনাবাহিনীর টহলরত সদস্যরা, থানা পুলিশ ও এলাকার গণমান্য লোকজন উপস্থিত হন।

এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রয়া ত্রিপুরা বলেন, ‘জনগণের চলাচলের সরকারি হলে কখনো রাস্তা বন্ধ করা যাবে না। তবে আমরা সরেজমিনে বিষয়টি দেখেছি। এখন সার্ভেয়ার প্রতিবেদন নেব। তারপর কোম্পানির লোকজন ও স্থানীয় জনগণের স্বার্থে যেটি ভালো হয় সেটাই বিবেচনা করব।’

সর্বশেষ

সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়িতে সুপারির গুদামের একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত...

জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছিল হাসিনা সরকার’

২০২৪ সালে জাতীয় পার্টিকে হাসিনা সরকার জোর করে নির্বাচনে...

আজ থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ

সুপারশপের পর এবার কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হচ্ছে...

কক্সবাজার জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা জেলা...

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

বাংলাদেশ পরিস্থিতিকে পুরোপুরি বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

আরও পড়ুন

সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়িতে সুপারির গুদামের একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে অক্সিজেন সংকটে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন , মোহাম্মদ শফিউল আলম (৪৫) ও মোঃ শহীদুল্লাহ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।শুক্রবার...

আজ থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ

সুপারশপের পর এবার কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ)। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কাঁচাবাজারগুলোতে অভিযান চালাবেন ভ্রাম্যমাণ আদালত।...

কক্সবাজার জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম (সিএসপি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস...