Thursday, 31 October 2024

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার তেজগাঁও কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়।

এসময় একজন শীর্ষ কূটনীতিক হিসেবে লাফেভের দায়িত্ব পালন ও সেবার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে তার আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

জুলাই-আগস্টে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে হেলেন লাফেভ বলেন, আমি ইতিহাসের সাক্ষী হতে পেরে খুব গর্বিত।

এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি চিঠি অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বাংলাদেশ ক্যাম্প থেকে উত্তর আমেরিকার দেশে পুনর্বাসন ত্বরান্বিত করছে।

আলোচনায় বিচারিক সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্বৈরচারী সরকার আমলে বাংলাদেশ থেকে চুরি হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরানোর প্রচেষ্টা, বেসামরিক আমলাতন্ত্রের সংস্কার এবং শ্রম সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

লাফেভ জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশকে পরামর্শ ও অন্যান্য সহায়তা দিয়ে অর্থ উদ্ধার এবং বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে। ‘চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়,’ বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই এটি করব।

অন্তর্বর্তী সরকার ব্যাপক শ্রম সংস্কার করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়াসে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

সর্বশেষ

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত করতে হবে: সিএমইউজে

জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং...

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের...

পরীক্ষা শেষে ফেরা হলো না ফাহিমের 

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে  তিন দিন...

মিরসরাইয়ে আতাউর রহমানকে প্রধান আসামি করে জামায়াতের মামলা

মিরসরাইয়ে ৬ বছর পূর্বে হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন...

রাইখালী কালি মন্দিরে দীপাবলি উৎসব

শিশির ঝরা হেমন্তের ঘন ঘোর অমাবস্যা তিথিতে রাঙামাটির কাপ্তাই...

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি আনোয়ার পাশা

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার...

আরও পড়ুন

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত করতে হবে: সিএমইউজে

জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং তাদের দোসরমুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে নেতারা। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আইন...

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা...

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি আনোয়ার পাশা

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা। এছাড়া তাঁকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়েছে।এর আগে...

ছাদ খোলা বাসে ট্রফি হাতে বাংলাদেশ নারী সাফজয়ীরা

তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়ালেন বাংলাদেশের পতাকা। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি সবার সামনে। উৎসবের মধ্যমণি হয়ে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের...