মিরসরাইয়ে ৮ বোতল বিদেশী মদ ও ২ কেজি গাঁজাসহ মো. নাজিম উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারী মো. নাজিম উদ্দিন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর এলাকার কাঞ্চন বাড়ির মো. কাঞ্চন মিস্ত্রির ছেলে। সেই দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মাদক কারবারী মো. নাজিম উদ্দিনকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশী মদ (ভদকা) ও গাঁজার ম‚ল্য ৩৬ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।