শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কর্ণফুলীর চরলক্ষ্যায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন।
পূজা উর্যাপন কমিটির সভাপতি জুয়েল দেবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার। প্রধান বক্তা ছিলেন চরলক্ষ্যা বিএনপির সভাপতি এ টি এম হানিফ।
এছাড়াও এতে উপজেলা বিএনপির সদস্য এজাবত উল্লাহ,ছালে জহুর, চরলক্ষ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোং হাশেম,আবুল হাসেম মিন্টু, ইলিয়াস মেম্বার, সাধারণ সম্পাদক মনির উদ্দিন মুন্সি,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল,উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির উদ্দীন,চরলক্ষ্যা শ্রমিক দলের আহবায়ক মোং ছিদ্দিক ও সদস্য সচিব আবুল কালাম আবুসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতারা বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। বিএনপির আমলে সব ধর্মের অনুসারীরা নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করেছে ভবিষ্যতেও করবেন।