চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বসত ঘরের টিনের চালে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নুন্ট রাণী পাল (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার, ১০ জুন দুপুরের দিকে উপজেলার চন্দনাইশ দোহাজারী পৌরসভার২নং ওয়ার্ডের চাগাচর পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুন্ট রাণী পাল চন্দনাইশ দোহাজারী পৌরসভার অজিত পালের স্ত্রী ।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত নুন্ট রাণী পাল দুপুরে ঘরের চালের উপর কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা ঘরের চালের উপর মৃত নুন্ট রাণী পাল মরদেহ দেখতে পেয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে মই দিয়ে টিনের চাল থেকে নামান ।ঘটনা স্থলে থাকা দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।