Saturday, 28 September 2024

ড. ইউনূসের ভাষণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিপুল বিনিয়োগের আহ্বান

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিপুল বিনিয়োগ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো জলবায়ু সম্পর্কিত ন্যায়বিচার, যাতে করে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায়। জলবায়ু-পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

আমরা জীববৈচিত্র্য হারাচ্ছি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্যাথোজেনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে, কৃষি ক্ষেত্রে চাপ বাড়ছে, ক্রমহ্রাসমান পানিসম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের বাস্তুতন্ত্রের ক্ষতি করছে প্রতিনিয়ত।’

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ক্ষুদ্র কৃষক এবং প্রান্তিক পর্যায়ে জীবিকা অন্বেষনকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে সবচেয়ে বেশি। আমি আজ যখন এই বিশ্ব সভায় কথা বলছি, তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে পঞ্চাশ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে।’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিপুল বিনিয়োগ আহ্বান জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ মহাসচিব গুতেরেস আমাদের দেখিয়েছেন যে, বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা ২.৭ (দুই দশমিক সাত) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। তাই, বাংলাদেশের মেতা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। এছাড়াও উদ্ভাবনী শক্তির প্রয়োগ ও অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে। এই পদক্ষেপ একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে প্রচলিত বাজার ব্যবস্থার মাধ্যমে। এই বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করছি।’

সর্বশেষ

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা  মুন্না দে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাঙামাটির কাপ্তাই  উপজেলা...

ক্রীড়া সংস্থায় একই পদে ২ মেয়াদের বেশি থাকা যাবে না: উপদেষ্টা আসিফ

কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি কেউ...

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক  ফেরদৌস আক্তার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাঙামাটির কাপ্তাই  উপজেলা...

হাতি তাড়াতে আনোয়ারায় ৪৮ ঘন্টার আল্টিমেটাম 

আনোয়ারা উপজেলায় প্রতিনিয়ত বন্য হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটছে।...

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  মো: মাহবুবে ইলাহী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাঙামাটির কাপ্তাই  উপজেলা...

মিরসরাইয়ের ওয়াহেদপুরে বিএনপির কর্মী সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে কর্মী সমাবেশ...

আরও পড়ুন

গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি গণতন্ত্র, আইনের শাসন, সমতা...

ছাত্র-জনতার বিপ্লবে বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে: ড. ইউনূস

ছাত্র-জনতার বিপ্লবে বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস।শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে...

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা...

আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পাওয়ার পর সমন্বয়কদের ছাপিয়ে আলোয় আসেন। এবার বিশ্বমঞ্চে গিয়েও মাহফুজকে...