মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারকে পূনর্বাসনে টিন উপহার দিলো প্রয়াত বিএনপি নেতার পরিবার।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি পরিবারকে ১ বান্ডেল হারে টিন ও নগদ অর্থ তুলে দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা প্রয়াত মেজর জেনারেল (অবঃ) জেড এ খানের বড় ছেলে জিয়াদ খান ও তাঁর স্ত্রী উম্মে জে খান।
ওইদিন প্রয়াত জেড.এ খানের পরিবারের পক্ষে টিন ও অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফেবারিট বিজনেস ওয়েলফেয়ার ফান্ড নামের একটি সংস্থা। এতে মিরসরাই উপজেলা তাঁতী দলের সভাপতি মাঈন উদ্দিন মনির সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটির সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াদ খান আরো বক্তব্য রাখেন উম্মে জে খান, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান নশু, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুদ্দীন জাহিদ, মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট সাখাওয়াত হোসেন মানিক, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহীম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর হোসেন, ফেবারিট বিজনেস ওয়েলফেয়ার ফান্ড সংস্থার প্রতিষ্ঠাতা খায়রুল ইসলাম ও মিঠাছরা বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন প্রমুখ।
এসময় প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তার ছেলে জিয়াদ খান বলেন, ‘বন্যায় আমাদের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাবা এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমরাও বাবার মতো এলাকার মানুষের পাশে থাকতে চাই।’ টিন প্রদানের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই জানিয়ে সাবেক সেনা কর্মকর্তার এ ছেলে বলেন, ‘আমরা রাজনীতির উদ্দেশ্যে এসব করছি না। আমি ,আমার ছোট ভাই এবং আমার মা মিলে এলাকার মানুষের জন্য কাজ করবো।’