Saturday, 21 September 2024

পাহাড়ের সাম্প্রতিক বিষয়ে জানতে খাগড়াছড়িতে ৩ উপদেষ্টা

মণিপুরের ছবি খাগড়াছড়ি-রাঙামাটির বলে গুজব ছড়াচ্ছে  

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্যঞ্চলে বিরাজমান পরিস্থিতি বিষয়ে জানতে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, তুচ্ছ ঘটনাকে ঘিরে পার্বত্যঞ্চলের খাগড়াছড়ি ও রাঙামাটিতে যে দুর্ঘটনা ঘটে গেল প্রাণহানি হল তা খুবই দুঃখজনক।  যে খাগড়াছড়ির সাথে আমাদের এত সুন্দর সম্পর্ক সেখানে এরকম দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যে ভুল বুঝাবুঝি হয়েছে সেগুলি যাতে আগামীতে আর না হয় সেদিকে সকলে সজাগ থাকব।

সম্প্রতি ঘটনা নিয়ে সোসাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ভিন্ন জায়গার ছবি এনে বলা হচ্ছে খাগড়াছড়ি বা রাঙামাটিতে এটি ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন ভারতের মণিপুরের সেই ছবিগুলো ফটো এডিট করে দেখানো হচ্ছে। যা সাংবাদিকরাই ভালো বলতে পারবে। সাংবাদিকদের দ্বায়িত্ব নিয়ে বলতে হবে সত্য এবং অপপ্রচার। সাংবাদিকদের সত্য লেখনির যে শক্তি-স্বক্ষমতা আছে তা ব্যবহার করলে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সেইদিকে যদি আমরা সবাই আগায় সেখানে সাংবাদিকদের বড় একটা ভূমিকা আসবে বলে তিনি দাবি করেন।

আর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চলা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাড়িঘর ও ধর্মীয় স্থাপনায় হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এসব ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’কেউ আইন হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে সেই হাত ভেঙে দেওয়া হবে। আমরা সবাই বাংলাদেশি। সবার প্রতি সবার দায়-দায়িত্ব আছে। সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না।

‘সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশের মানুষে ভাগ্যেরও পরিবর্তন হবে উল্লেখ্য করে অবৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘যাদের কাছে হাতিয়ার (অস্ত্র) আছে তারা যদি ভালোই ভালোই সেসব জমা না দেয়, তাহলে কীভাবে তা উদ্ধার করতে হয় সরকারের জানা আছে। আইনানুগভাবে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।’

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, সামরিক-বেসামরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধি দলটি রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয়দের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মতবিনিময় শেষে হেলিকপ্টারযোগে খাগড়াছড়িতে আসেন।

সর্বশেষ

ফেনীতে শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার...

ফটিকছড়িতে ক্যাফ  বৃত্তিপরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণ সম্পন্ন 

কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফটিকছড়ি (ক্যাফ) গোল মেডেল বৃত্তি পরীক্ষা ২০২৩...

কর্ণফুলীতে পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু

কর্ণফুলীতে  পুকুরে ডুবে ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন...

শিগগিরই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি হবে : জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল...

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে:হাসান আরিফ

রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে...

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান...

আরও পড়ুন

ফেনীতে শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন ।তিনি...

কর্ণফুলীতে পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু

কর্ণফুলীতে  পুকুরে ডুবে ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন ইসলাম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের পশ্চিম সৈন্যের...

শিগগিরই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি হবে : জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল...

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে:হাসান আরিফ

রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান...