চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম, মো. জাকির হোসেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাকির ঢাকা বিমানবন্দর হতে সকাল সাড়ে ৭টার দিকে ইউএস বাংলা এয়ারলাইনস এর দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইটে (বিএস-৩৪৩) (ঢাকা-চট্রগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। চট্টগ্রাম থেকে তার দুবাই যাওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কমকর্তা মো. ইব্রাহিম খলিল।
তিনি বলেন, আটক যাত্রীর কাছ থেকে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্যমান ২ কোটি ৪৪ লাখ টাকার সমান। আটক যাত্রীকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করবে।