Wednesday, 18 September 2024

ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দোসররা এখনও ওত পেতে আছে : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের সময় এসেছে তখনই বিভাজন তৈরি হচ্ছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও ওত পেতে আছে। সুযোগ পেলেই তারা বহু জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার ওপর আঘাত হানবে। এমন অবস্থায় জুলাই-আগস্টে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানাই।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র-নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সহযোদ্ধাদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘আমাদের রাজনীতির মতাদর্শ আলাদা হতে পারে। আমাদের এখানে জামায়াত থাকতে পারে, শিবির থাকতে পারে, ছাত্রদল থাকতে পারে, বিএনপি থাকতে পারে। আবার ফ্যাসিবাদবিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের নেতাকর্মীরাও থাকতে পারেন। কিন্তু আমাদের সব একটি বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা হলো স্বৈরাচারের বিরুদ্ধে।’

স্বৈরাচার সরকার পতনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি জানিয়ে সমন্বয়ক হাসনাত বলেন, ‘তাদের রক্তের বিনিময় যদি আমরা পরিশোধ করতে চাই, তাহলে আমাদের কিছু কর্তব্য ও দায়িত্ব আছে। কারণ ফ্যাসিবাদী সরকার আমাদের সব সময় শাসন ও শোষণ করেছে। আজ আমাদের তরুণ প্রজন্ম হিসেবে ব্যবধানটি বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য। এই কর্তব্য পূরণ করার জন্য আমাদের সমাজে বিদ্যমান চাঁদাবাজি, টেন্ডারবাজি, পারিবারিক দুর্নীতি, সমাজের ও রাষ্ট্রের দুর্নীতিসহ সব দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘যখন ভাঙার সময় আসে তখন আমরা এক হয়ে যাই। যেমন ১৯৪৭ সালে দেশভাগের সময়, একাত্তরের যুদ্ধে, নব্বইয়ের অভ্যুত্থানে কিংবা ২০২৪-এর গণঅভ্যুত্থানে আমরা সবাই এক হয়ে লড়েছিলাম। এ সময় আমরা কাউকে জিজ্ঞেস করিনি, কে সরকারি চাকরি করে, কে করে না, কে বিসিএস ক্যাডার, কে ক্যাডার না। এভাবে পৃথিবীর সব কিছুতেই ভাঙার সময় এক হয় মানুষ। কিন্তু যখন গড়ার সময় আসে তখন বিভাজন সৃষ্টি হয়। ২০২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগ পর্যন্ত আমাদের মাঝে কোনও বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের সময় এসেছে তখনই বিভাজন তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ফ্যাসিস্টদের সরাতে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন উল্লেখ করে হাসনাত বলেন, ‘তারা তো কোনও পদ-পদবি চাননি। আন্দোলন শেষে আমরা যখন রাষ্ট্র ও সরকার মেরামতের কাজে হাত দিয়েছি, তখন অনেকে পদ-পদবির জন্য উঠেপড়ে লেগেছেন। এগুলো থেকে বের হয়ে আসতে হবে।’

একটি সুষ্ঠু বৈষম্যহীন রাষ্ট্র গঠনে প্রশাসন, চিকিৎসকসহ সব ধরনের মানুষের সহযোগিতা প্রয়োজন। সে হিসেবে ছাত্রদের দাবি বা প্রত্যাশা পূরণে দাদাগিরির মতো প্রশাসন বা চিকিৎসকদের ওপর চাপ প্রয়োগ না করার নির্দেশ দেন হাসনাত আব্দুল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, কক্সবাজারের সমন্বয়ক শাহেদ ওয়াহেদ, শাহেদ মাহমুদ লাদেস, সাহাব উদ্দিন চৌধুরী ও ফাহমিদা হাসান প্রমুখ।

সর্বশেষ

বাতিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল প্রকল্প

বিগত সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়...

জনবান্ধব পরিবেশ তৈরিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন,...

সেন্সরবোর্ড পুনর্গঠন করে সার্টিফিকেশন বোর্ড হবে: তথ্য উপদেষ্টা

সেন্সরবোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন...

পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত 

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আপাতত...

নিজ সক্ষমতার পরও এলএনজি আমদানির নীতি ভুল: পরিকল্পনা উপদেষ্টা

দেশে গ্যাসের সম্ভাবনা থাকার পরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...

সাবেক ৩ সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহিতার মামলা

অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক তিন প্রধান...

আরও পড়ুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ:স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল বাংলার জনগণ ভোগ করবে ।উপদেষ্টা বলেন,...

লোহাগাড়ায় সরকারি চালবাহী ট্রাকের চাপায় শ্রমিকের মৃত্যু

লোহাগাড়ায় সরকারি চালবাহী মিনি ট্রাক চাপায় মুহাম্মদ সোহেল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী রোড পাড়ার মোস্তাক...

চবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়...

বাংলাদেশকে ‘সহযোগিতা করাই’ এখন গুরুত্বপূর্ণ: রিচার্ড ভার্মা

বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা বলেন, দেশটিকে...