ফটিকছড়িতে লোকালয় থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত অজগরটি স্থানীয় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
জানাযায়, সোমবার দুপুরে অজগরটি একটি বাড়ির ঘেরা -বেড়ার জালে আটকা পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদ্রাসা পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী সাপটি দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। পরে লোকজন এগিয়ে এসে সাপটি উদ্ধার করে। পরবর্তীতে সাপ নিয়ে কাজ করা একটি সংস্থাকে জানালে তারা এসে সাপটি নিয়ে যায়। পরে এটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয বলে নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে, এর আগের দিন রবিবার উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগান এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের আরো একটি অজগর উদ্ধার করে স্থানীয়রা। কৃষকেরা খালের পাড়ে ঘাস কাটতে গেলে অজগরটি দেখতে পায়। পরে এটিও পাশ্ববর্তী শোভনছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেেন স্থানীয় ইউপি সদস্য।