কক্সবাজার শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে গুলি বর্ষণে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হওয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
শনিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
মামলার আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, সহ-সভাপতি মঈন উদ্দিন, প্যানেল মেয়র সালা উদ্দিন সেতু, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দেড় শতাধিক নেতাকর্মী।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, এসআই মো. সেলিম মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে এ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।