রাঙামাটির কাপ্তাই উপজেলায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বুধবার (১৪ আগস্ট) উপজেলার রাইখালী ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন এর বিভিন্ন কৃষি ব্লকে গিয়ে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধান রোপন করছেন।
এসময় রাইখালী ইউনিয়ন এর রিফিউজি পাড়ার কৃষক মো: জাহাঙ্গীর বলেন, আমি এই মৌসুমে ১ একর কৃষি জমিতে ব্রি ধান৯৪ এবং স্থানীয় পাজাম ধানের চাষ করছি।
একই ইউনিয়ন এর জগনাছড়ি এলাকার কৃষক উবাচিং মারমা বলেন, আমার ২ একর কৃষি জমিতে এই মৌসুমে ব্রি ধান৭৫ এবং ব্রি ধান৮৭ জাতের ধানের চাষ করেছি।
ওয়াগ্গা ইউনিয়ন কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু সালেহ বলেন, এই মৌসুমে ওয়াগ্গা ইউনিয়ন এর প্রায় সাড়ে ৪ শত হেক্টর কৃষি জমিতে কৃষকরা আমন ধানের চাষ করছেন।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরান আহমেদ বলেন, এই মৌসুমে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ১ হাজার ১ শত ৭৫ হেক্টর কৃষি জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। তৎমধ্যে ব্রি ধান৪৯,৭৫,৮৭, ৯০, ৯৪, ৯৫ এবং বিনা ধান – ১৭, ২২ জাতের ধানের চাষ করা হয়েছে।
অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যা করলে আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।