ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গাড়ীটি চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীর।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের বাঘাইর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে তার ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেয়। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা মহাসড়ক থেকে সরে যায়। দুষ্কৃতকারীরা গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।