চট্টগ্রামের কর্ণফুলীতে যত্রতত্র অবৈধভাবে গ্যাস সিলিন্ডার, খোলা ডিজেল, বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
অভিযানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স ও ডিলিং লাইসেন্স না থাকায় চার ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার মইজ্জ্যারটেক, সৈন্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত জানান, বিল ভাউচার, খোলা ডিজেল লাইসেন্স না থাকার অপরাধে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার, বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় মা বাবা এন্টারপ্রাইজকে ২০ হাজার, একই অপরাধে আমেনা স্টোরকে ১০ হাজার এবং ডিলিং লাইসেন্স ব্যতীত নিত্য প্রয়োজনীয় প্রণ্য টায়ার, পাইপ, গ্লাস, স্যানিটারি পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।