চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের অভিযানে দুইটি সিআর সাজা ও একটি সিআর গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
গ্রেফতার মোহাম্মদ আক্তার জামাল কক্সবাজার জেলার কলাতলী এলাকার আক্কেইল্যা বাপের বাড়ীর মৃত ইউসুফ আলীর ছেলে। বর্তমানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা আজিমপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানান, ১৫ জুলাই সকালে কর্ণফুলী থানার এসআই নূরে আলম সিদ্দিক ও সঙ্গীয় অফিসার এএসআই মো. জহিরুল ইসলামসহ কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জামালকে গ্রেফতার করেন।
কর্ণফুলী থানার এসআই নূরে আলম সিদ্দিক বলেন, ‘আসামি নিজেই বলেছিলেন এক বছরের সাজা হয়েছে তার।’
মামলা সূত্রে জানা যায়, যুগ্ম মহানগর দায়রা জজ, চতুর্থ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়রা-১০৫৮৪/১৮, সিআর-১৩৫০/১৮, প্রসেস নং-১১৪/২৩, ধারা- এনআই এ্যাক্ট ১৩৮, সিআর ১১৯৩/২৩ (কোতোয়ালী) ধারা-এনআই এ্যাক্ট ১৩৮, দায়রা ১০৫৮৪/১৮ সিআর-১৩৫০/১৮, প্রসেস নং-১৯৯/২৩ দি নিগশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় তার বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা ও সাজা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, ‘চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’