গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 July 2024

গ্রিন ক্যাম্পাস হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

পুরস্কার গ্রহণ করবেন অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ দিবসে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বনায়নে দেশসেরা হিসেবে পুরস্কার পাচ্ছেচ ট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আজ ৫ জুন পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার

আজ পরিবেশ দিবসে এ পুরস্কার গ্রহণ করবেন। গ্রিন ক্যাম্পাস হিসেবে ইতোমধ্যেচ ট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজদে শব্যাপী বেশ সুখ্যাতি অর্জন করেছে। চট্টগ্রাম সেনানিবাসে ২০ একরের বিশাল নয়নাভিরাম সবুজ প্রকৃতি জুড়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই অর্জন করে চলেছে সুনাম ও সুখ্যাতি আর জাতিকে উপহার দিয়ে আসছে মেধাবী ও সুশৃঙ্খল সুনাগরিক বাংলাদেশ শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন সূচকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ইতোমধ্যে ছয়বার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

দেশীয় প্রজাতির বিভিন্ন বনজ, ফলজ, ভেষজ, শোভাবর্ধনকারী ও দেশীয় বিলুপ্তপ্রায় উদ্ভিদ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান দেওয়া, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ নিরলস কাজ করে যাচ্ছে।

বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির ফলে জলবায়ুর বিরূপ প্রভাব আগ্রাসীরূপ ধারণ করেছে। ফলে নানাবিধ ক্ষতির সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। যেকোনো উন্নয়ন কর্মকান্ডে পরিবেশকে সবার আগে গুরুত্ব দেয়া উচিত। কেননা, প্রকৃতিকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন ও
পরিবেশপ্রেমী করতে এ প্রতিষ্ঠানে রয়েছে ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত গ্রিন ক্লাব। ক্লাবটির মাধ্যমে বছরব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির বিভিন্ন বিলুপ্তপ্রায় বনজ, ফলজ, ভেষজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদের চারাগাছ রোপণ করা হয়। সুবিশাল এই ক্যাম্পাসকে বিভিন্ন ব্লকে বিভক্ত করে বৈজ্ঞানিকভাবে রোপণ করা হয়েছে ৩০০ প্রজাতির প্রায় ৪৫,০০০ উদ্ভিদ। এই বৈচিত্র্যময় উদ্ভিদরাজি ক্যাম্পাসকে পরিণত করেছে বিভিন্ন বন্যপ্রাণীর বাসযোগ্য ও নিরাপদ অভয়ারণ্যে। এই ক্যাম্পাসে নিরাপদে বিচরণ করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। সবুজ এই ক্যাম্পাসে আছে গুইসাপ, সজারু, অজগর, কচ্ছপ, বন্যশুকর, শিয়াল, বক, শালিক, চিল, ব্যাঙ, টিয়া, বানর, বাদুড়, বেজি, কাঠঠোকরা, দোয়েল, ঘুঘু, পেঁচা, ফিঙে, বনবিড়াল, বনমোরগ, ডাহুক, কোকিল, কাঠবিড়ালি এবং বিভিন্ন প্রজাতির বাগান গিরগিটিসহ নানাবিধ প্রাণী। প্রায়ই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে মায়া হরিণ। মাঝে মাঝে দেখা মেলে বনরুই ও গন্ধগোকুলের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের।

শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন শিক্ষাক্রম ২০২৩ এ প্রকৃতি, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফলে বর্তমান প্রজন্ম সবুজ এ ক্যাম্পাসে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের স্কাউট, রোভার, গার্ল গাইডস, রেঞ্জার, রেডক্রিসেন্ট, বিএনসিসি, হলদে পাখিসহ মোট ২৮টি ক্লাব কার্যক্রমে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ অংশ।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে
দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং কর্মচারীদের সরাসরি তত্ত¡াবধানে সুনিপুনভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে গ্রিনক্লিন প্রযুক্তির মাধ্যমে ক্যাম্পাসে নির্মিত হয়েছে দেশের বৃহৎ এবং পরিবেশ বান্ধব ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’। ছাঁদসহ স্থাপনাটির চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির তৃণলতাসহ
নানা প্রজাতির উদ্ভিদ।

মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে ইতোমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে শুরু হয়েছে শাক-সব্জির আবাদ। করোনা মহামারীর সময় থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে সব্জি উৎপাদনের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে।

নতুন জাতীয় শিক্ষাক্রমের আওতায় আমাদের শিক্ষার্থীরাও পাঠ্যক্রমের অংশ হিসেবে শাক-সব্জি বাগানে বিভিন্ন কাজে অংশগ্রহণ এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করছে। বর্তমানে উৎপাদিত শাক-সব্জি দিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের চাহিদা পুরণ সম্ভব হয়েছে। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশকে তার অতীতের মায়াময় রূপে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবুজ বিপ্লবের কাজ করে যাচ্ছে অত্যন্ত নিরলস ভাবে।

সর্বশেষ

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান...

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ...

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি...

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল...

বিটিভি-মেট্রোরেলে নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের...

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার...

আরও পড়ুন

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে পালানোর সময় দেখে ফেলায় হাত পা বেঁধে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে মো....

রুমে পড়ে ছিলো নারীর নিথর দেহ 

মিরসরাইয়ে নিজ ঘর থেকে সাজেদা আক্তার (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের...

শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টা কারফিউ শিথিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল...

চট্টগ্রামসহ সারাদেশে সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টি

মৌসুমি বায়ুর সক্রিয়তায় চট্টগ্রামে গত কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। যদিও কোথাও খুব একটা ভারী বৃষ্টি হয়নি। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও জেলার...