গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 July 2024

চট্টগ্রামে অপহৃত মাদ্রাসা ছাত্র মিরপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ার মাদ্রাসা থেকে নানার বাড়ি যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর রেল স্টেশন এলাকা থেকে অপহরণের আট দিন পর তৌসিফ মাহমুদ জিহাদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছেন র‍্যাব-৪ এর একটি টিম।

সোমবার (৩ জুন) সকালে ঢাকা মিরপুর-১ এর আহমেদ নগর পাইকপাড়া আবাসিক এলাকার একটি বাসা থেকে ছাত্র জিহাদকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত মো.রাজু (২৮)নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে।

উদ্ধারকৃত মাদ্রাসার ছাত্র জিহাদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা আইনুল উলুম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং একই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খন্দকার পাড়ার মসজিদের ইমাম আব্দুর রহিমের ছেলে।

উদ্ধারকৃত ছাত্রের মামা আমজাদ হোসেন জানান, বিগত ২৬ মে আমার ভাগিনা ভোর পাঁচটার দিকে আমাদের বাড়ি চট্টগ্রাম নগরীর ফিশারীঘাট এলাকায় আসার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রাম নগরী রেলস্টেশন এলাকায় পৌঁছলে সেখান থেকে অপহরণ হয়। একই দিন রাত দশটার দিকে আমার বোন (জিহাদের মা শিরিন আকতার) বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। একইদিন বিকাল চারটার দিকে আমার বোনকে একটি মোবাইল ফোন থেকে কল দিয়ে জানায়, আমার ভাগিনা সড়ক দুর্ঘটনা আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। পরদিন ফোন দিয়ে চিকিৎসা বাবদ ৯ হাজার টাকা দাবি করে এবং ওই টাকা বিকাশে প্রদান করে ভাগিনাকে নিয়ে যেতে বলে। এর মধ্যে তিন দফা টাকা চেয়ে চাপ প্রয়োগ করতে থাকে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলের লাশ পাঠাবে না হয় ভারতে পাচার করে দিবে বলে আমার বোনের মোবাইল নাম্বারে কল দিয়ে হুমকি প্রদান করে। এর মধ্যে ৫ দিন পর ছেলের হদিস না পেয়ে অসুস্থ হয়ে পড়ে জিহাদের বাবা আব্দুর রহিম।

মামা আমজাদ আরও বলেন, ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তদবির করে র‍্যাব-৭ এর চান্দগাঁও কোম্পানি কমান্ডারের নিকট কক্সবাজার র‍্যার-১৫ তে কর্মরত আমার চাচাতো ভাই কনস্টেবল মো. রিয়াদ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরই ভিত্তিতে র‍্যাব-৪ ঢাকার মিরপুর-১ এর আবাসিক এলাকার বাসা থেকে ভাগিনাকে উদ্ধার করে ও অপহরণে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

র‍্যাব-৪ টিম এ উদ্ধার অভিযানে থাকা উপ- পরিদর্শক শামীনুল ইসলাম অপহৃত ছাত্র উদ্ধার ও এক অপহরণকারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব-৪ টিম থেকে উদ্ধারকৃত ছাত্র ও অপহরণকারী ব্যক্তিকে সাতকানিয়া থানা পুলিশের জিম্মায় নেওয়া থানার উপ- পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ভিকটিম ও আসামিকে থানায় নিয়ে গেলে উর্ধ্বতন অফিসাররা আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

সর্বশেষ

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান...

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ...

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি...

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল...

বিটিভি-মেট্রোরেলে নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের...

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার...

আরও পড়ুন

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রতিক নাশকতার প্রতিটি হামলার ঘটনার বিচার হবে। তবে প্রকৃত শিক্ষার্থী আন্দোলনকারীদের কোনো হয়রানি...

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যুর মিছিল হবে, এটা কখনো চাইনি। আজ বাংলাদেশে সেটাই করলো।শুক্রবার (২৬ জুলাই)...

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে পালানোর সময় দেখে ফেলায় হাত পা বেঁধে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে মো....

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেকের...