Thursday, 19 September 2024

সীতাকুণ্ডে সুরাঙ্গন খেলাঘর আসর’র সম্মেলন অনুষ্ঠিত

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে সুরাঙ্গন খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

  ২৪ মে শুক্রবার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল দশটায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল কান্তি ভট্টাচার্য স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় সাংগঠনিক অধিবেশনে পরেশ দাশ গুপ্তকে সভাপতি ও ঋক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে পরেশ দাশ গুপ্তের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, গল্পকার ও কথাসাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য, ইপসা অর্থ প্রধান পলাশ কুমার চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা হয় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে। এ পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরাঙ্গন খেলাঘর আসর সীতাকুণ্ডের সাংস্কৃতিক প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সুনামের সাথে। ছোটছোট শিশুদের নিয়ে তাদের এই পথচলা খুবই আনন্দপূর্ণ ও সুন্দর। আমরা সুরাঙ্গনের এসব কার্যক্রমে মুগ্ধ হই। আমরা চাই সুরাঙ্গনের সামনের পথচলা উত্তরোত্তর সমৃদ্ধ হোক। এজন্য আমরা আমাদের সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিব।

এসময় আরো উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী সম্পাদক মণ্ডলীর সদস্য মনোয়ার জাহান মনি, রুবেল দাশ প্রিন্স, নীলিমা বড়ুয়া, মেঘমল্লার খেলাঘর আসরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, অমর কুমার শীল, সাধারণ সম্পাদক সুজিত পাল, সহ-সম্পাদক সমীরণ ভট্টাচার্য্য, সুরাঙ্গন খেলাঘর আসরের নবর্নিবাচিত কমিটির সহ-সভাপতি বিজয় চন্দ্র রায়, আশোক দাশ, মুন্নী সেন, টিটু রঞ্জন দাশ, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব নাথ, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান মেহেদি, অর্থ সম্পাদক অপি দেব নাথ, সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্য পাপড়ি চক্রবর্তী, প্রিয়োতোষ নন্দী, তন্ময় দাশ, শুভ রায়, জয় নাথ অনি, মোঃ রুবেল, মোহসিনা আক্তার মিনা, সৃষ্টি ভট্টাচার্য, শ্রেয়া মিত্র, কৃষ্ণলাল শীল, কেয়া দে, সালমান আহম্মেদ অন্তর, অমিত বড়ুয়া, তন্ময় দেব নাথ, প্রীতি নাথ, প্রিয়ন্তি নাথ, প্রেম দাশ, দীপা শীল, প্রিয়ন্তি শীল, এলভি নাথ, পায়েল সোম, সজীব দেব নাথ, হৃদয় চৌধুরী, প্রসেনজিৎ মিত্র, পূজা নাথ প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ রোড প্রদক্ষিণ করে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন মেঘমল্লার খেলাঘর আসর। এসময় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর ‘মানুষ গড়ে খেলাঘর’ শিরোনামে গীতিনাট্য পরিবেশনা করে সুরাঙ্গন খেলাঘর আসর। সম্মেলনে নব নির্বাচিত কমিটির শপথ পাঠ ও প্রতিযোগিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

গণহত্যায় উসকানির সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কবি,...

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ....

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক...

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সংক্রান্তে গণশুনানী করলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, ভূমি জঠিলতা নিয়ে...

আরও পড়ুন

মিরসরাইয়ে প্রবাসীর পরিবারকে উচ্ছেদ করে জায়গা দখল,  ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

মিরসরাইয়ে এক প্রবাসীর পরিবারকে উচ্ছেদ করে জায়গা দখল করে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার স্থানীয় জোরারগঞ্জ থানায় ও মিরসরাইয়ে...

ভালো কাজে বাঁধা আসলেও শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়

জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। আমাদের বেতন হয় জনগণের টাকায়।আমরা মূলত জনগণের চাকর। জনগণকে সেবার মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্ট করতে প্রত্যেক সরকারি কর্মচারীর সচেষ্ট থাকা...

চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করার দায়ে মোহাম্মদ মামুন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার ১৮ সেপ্টেম্বর ভোরের দিকে খাগড়াছড়ি পৌর শহরের...

লোহাগাড়ায় সরকারি চালবাহী ট্রাকের চাপায় শ্রমিকের মৃত্যু

লোহাগাড়ায় সরকারি চালবাহী মিনি ট্রাক চাপায় মুহাম্মদ সোহেল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী রোড পাড়ার মোস্তাক...