চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ রাশেদুল করিম (৪৬),মোঃ শফিকুল ইসলাম পলাশ (৪৬), মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩০) ও মোঃ লিপন রানা (৪০) নামের৪ জনকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।
শুক্রবার (১০ মে) আকবরশাহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) স্পিনা রানী প্রামানিক ও পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানীর নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আদালতের সোপর্দ করা হয়।